কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে অস্ত্রসহ করিম উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোর ৬টার দিকে লেদা ক্যাম্পের ১৪ নম্বর ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত করিম উল্লাহ হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা ক্যাম্পের গুরা মিয়ার ছেলে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, করিম উল্লাহ রোহিঙ্গা সন্ত্রাসী রুবেল গ্রুপের সক্রিয় সদস্য।
১৬ এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নুর বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি রুবেল গ্রুপের সক্রিয় সদস্য অস্ত্রসহ রোহিঙ্গা শিবিরে অবস্থান করছেন। এই সংবাদে ভিত্তিতে আজ ভোরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে। তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘করিম উল্লাহর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’