হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলীর মাঝিগাছা এলাকার এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত যুবক শহিদুল ইসলাম কাউছার (১৮) নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন। 

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে দুই পক্ষ একবার সংঘর্ষে জড়ায়। পরে দুই পক্ষই ঘটনাস্থল থেকে সরে এসে আরও প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যায়। বিকেলে সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কাউছার। স্থানীয়রা তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মারুফ নামে আরও এক যুবক আহত হন। 

স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজুল ইসলাম বলেন, ‘মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন কাউছার। এই এলাকায় মাদক কারবারিদের তৎপরতা বেশি। দুই পক্ষই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। স্থানীয় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ