হোম > অপরাধ > চট্টগ্রাম

মেরিনড্রাইভ থেকে আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজার জেলার টেকনাফ থানার টেকনাফে মেরিনড্রাইভে অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল আইস (মেথ) উদ্ধার করেছে র‍্যাব।

আজ শুক্রবার সন্ধ্যায় র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য জানিয়েছেন।

এএসপি শেখ সাদী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে কক্সবাজারের মেরিনড্রাইভ এলাকায় মাদকের একটি বড় চালান হাত বদল হবে। পরে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল লতিফ নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে তিন কেজি মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। 

গ্রেপ্তার আব্দুল লতিফ র‍্যাবকে জানিয়েছে, আব্দুল লতিফ বেশ কিছুদিন ধরে বিভিন্ন কায়দায় আইস মাদক টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

এর আগে গত সপ্তাহে গুলশান থানার বারিধারা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫৬০ গ্রাম আইস ও ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন