হোম > অপরাধ > চট্টগ্রাম

চবিতে ছাত্রী হেনস্তা: ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

চবি প্রতিনিধি

ছাত্রী হেনস্তায় জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হেলথ, রেসিডেন্স ও ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। 

বহিষ্কার হওয়া দুই ছাত্র হলেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজিম হোসাইন ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরুল আবসার বাবু। বাকি দুজনের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর শাস্তির আবেদন করা হবে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। 

প্রক্টর বলেন, তথ্য-উপাত্ত, র‍্যাবের প্রেস ব্রিফিং, তদন্ত কমিটির ইন্টারনাল প্রতিবেদন, সিনেটদের বক্তব্য পর্যালোচনা করে দুই ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি যাঁরা আছে তাঁদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর শাস্তির জন্য চিঠি পাঠানো হবে। এ ছাড়া কয়েকটি সুপারিশ করা হয়েছে। 

সুপারিশের বিষয়ে রবিউল হাসান বলেন, যাঁদের ছেলে এই কর্মকাণ্ডে জড়িত, তাঁদের প্রাথমিকভাবে সতর্ক করা। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাঁদের বাবার ‘বাসা বরাদ্দ’ বাতিল করা। যাঁরা এই ঘটনায় জড়িত তাঁদের বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা। যেসব স্পর্শকাতর জায়গা আছে, সেসব জায়গায় সাইনবোর্ড দিয়ে সতর্কীকরণ করা, পাশাপাশি নিরাপত্তাকর্মী দেওয়া। এই সুপারিশগুলো করা হয়েছে। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ