হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে জিল্লুর ভান্ডারি হত্যা মামলায় দুজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। এ সময় অপরাধ প্রমাণ না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ খোকন ও মো. ইসমাইল। 

যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মো. আবু, মো. কামাল, মোহাম্মদ জসিম, তোতা মিয়া, মোহাম্মদ নাসির ও সুমন। তাঁদের মধ্যে শহীদুল আলম খোকন ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

রায়ে খালাসপ্রাপ্তরা হলেন-জাহাঙ্গীর, রমিজ উদ্দিন রঞ্জু, আজিম, নাজিম ও শাহাবুদ্দীন। 

জানা যায়, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে জিল্লুর ভান্ডারিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেন। এ ঘটনায় জিল্লুরের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় প্রথমে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে খোকন ও ইসমাইলকে অব্যাহতি দেওয়া হয়। এরপর জিল্লুরের ভাই আদালতে নারাজি দেন। আদালত মামলাটি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। 

সিআইডি তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৫ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন। 

বাদীর আইনজীবী আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদনে যে দুজনকে বাদ দিয়েছিলেন তাঁদেরও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডি তদন্ত করে। এ রায়ে পাঁচজনকে খালাস দেওয়ায় আমরা উচ্চ আদালতে যাব। 

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য