হোম > অপরাধ > চট্টগ্রাম

ঈদ জামাতে গুলি, গুলিবিদ্ধ ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি সহিদ বলেন, ‘গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ভূঁইয়া বাড়ি ঈদ গা মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করে। এ সময় ঈদগা মাঠে থাকা মুসল্লিরা দিগ্বিদিক ছোটাছুটি করে। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার ডান হাঁটুতে গুলিবিদ্ধ হয়।’ 

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, গত কিছুদিন আগে রুবেল পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বেদম মারে। তাঁর বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এর আগেও সে নগরীর চকবাজার এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে।’

এ বিষয়ে ৫ নম্বর পাঁচথুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পর পর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। 

ওসি সহিদ আরও বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়েছে। আমরা অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’ 

উল্লেখ্য, গোলাগুলির ঘটনায় ওই ঈদগায়ে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল