ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৪৮)। তাঁর ছোট দুই ভাইয়ের নাম সহেদ মিয়া (৪৫) এবং আবদুল্লাহ মিয়া (৪০)।
স্থানীয় প্রতিবেশী ও নিহতের আত্মীয় সূত্রে জানায়, ছোট দুই ভাই সহেদ মিয়া ও আবদুল্লাহ মিয়া আজ ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে আসে। বড় ভাই আবদুর রহমানের সঙ্গে বসতভিটার মাটি কাটা নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে আবদুর রহমানকে বল্লম দিয়ে আঘাত করেন সহেদ ও আবদুল্লাহ। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, 'নিহতের ঘটনা শুনেছি। পারিবারিক বিরোধের জেরে এই খুনের ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সহেদ মিয়া ও আবদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।'