হোম > অপরাধ > চট্টগ্রাম

সরাইলে ছোট ২ ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৪৮)। তাঁর ছোট দুই ভাইয়ের নাম সহেদ মিয়া (৪৫) এবং আবদুল্লাহ মিয়া (৪০)।

স্থানীয় প্রতিবেশী ও নিহতের আত্মীয় সূত্রে জানায়, ছোট দুই ভাই সহেদ মিয়া ও আবদুল্লাহ মিয়া আজ ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে আসে। বড় ভাই আবদুর রহমানের সঙ্গে বসতভিটার মাটি কাটা নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে আবদুর রহমানকে বল্লম দিয়ে আঘাত করেন সহেদ ও আবদুল্লাহ। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, 'নিহতের ঘটনা শুনেছি। পারিবারিক বিরোধের জেরে এই খুনের ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সহেদ মিয়া ও আবদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।'

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা