হোম > অপরাধ > চট্টগ্রাম

‘কোদালের হাতলে’ ইয়াবা, চকরিয়ায় মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার থেকে কোদাল নিয়ে দিনমজুর সেজে শ্যামলী পরিবহনের বাসে করে ঢাকায় যাওয়ার সময় মিয়ানমারের এক নাগরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাঁর কাছে থাকা কোদালের হাতলের ভেতর থেকে এক হাজার ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। 

আজ সোমবার দুপুরে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের বন বিভাগের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয় বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান।

গ্রেপ্তার ইদ্রিস মিয়া উখিয়া বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ নম্বর ব্লকের মৃত আলী জোহরের ছেলে। 

ওসি চন্দন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদে ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাসে কোদালের হাতলে করে ইয়াবা পাচারের খবর পাই। তাৎক্ষণিক ফাঁসিয়াখালী ইউনিয়নের বন বিভাগের চেকপোস্ট এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। ওই বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ৭৫০টি ইয়াবাসহ মিয়ানমারের ওই নাগরিকে গ্রেপ্তার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘ইদ্রিসের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।’ 

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১