হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে স্বর্ণের ২০টি বারসহ যুবক গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর কেওড়া বাগান থেকে ৩ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ মো. ইয়াছ নুর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। এ সময় পাঁচ কেজি কারেন্ট জালও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াছ নুর সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার মো. জাকারিয়ার ছেলে। 

বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল বুধবার রাতে মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপের নাফ নদী হয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল এবং শাহপরীর দ্বীপ বিওপি থেকে একটি চোরাচালান দমন টহল দল ওই এলাকায় অভিযান চালায়। টহল দল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলে সেখানে অবস্থান নেয়। পরে রাত ৮টার দিকে টহলদল ওই স্থানে ইয়াছ নুরকে নাফ নদীতে মৎস্য আহরণ শেষে জাল হাতে নিয়ে কেওড়াবাগানের ভেতর দিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। 

পরে ইয়াছ নুরের শরীরে তল্লাশি চালিয়ে কোমরে অভিনব পদ্ধতিতে টেপ দিয়ে মুড়িয়ে রাখা দুটি স্বর্ণের বারের বেল্ট এবং পাঁচ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। বেল্টগুলো খুলে ২০টি স্বর্ণের বার পাওয়া গেছে। উদ্ধারকৃত বারের ওজন তিন কেজি ৩২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার টাকা। 

অধিনায়ক আরও বলেন, জব্দকৃত কারেন্ট জাল টেকনাফ কাস্টমস অফিসে এবং স্বর্ণের বার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারি শাখায়) জমা দেওয়া হয়েছে। গ্রেপ্তার ইয়াছ নুরসহ পলাতক দুই আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে টেকনাফ মডেল থানায় তাঁকে সোপর্দ করা হয়। 

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ