হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক কারবারে ৩০০ নারী

সোহেল মারমা, চট্টগ্রাম

নগরীর ছোটপুল এলাকার ইয়াবার খুচরা বিক্রেতা পুলিশের তালিকাভুক্ত নারী ব্যবসায়ী পারভীন আক্তার। তাঁর কাছ থেকে জানা গেছে, অভাবের সংসারে খরচ জোগাতে ভাই রেজাউল করিমের হাত ধরে তিনি এ ব্যবসায় আসেন। চট্টগ্রাম নগরীতে পারভীনের মতো আরও অর্ধশতাধিক নারী রয়েছেন, যাঁরা পেশাদার মাদক কারবারি। এঁরা স্পটগুলোতে সরাসরি মাদক বিক্রির সঙ্গে জড়িত।

জানা যায়, পারভীন নগরীর শীর্ষ মাদক কারবারি রেজাউল করিম ওরফে ডাইল করিমের বোন।

নগরীর অক্সিজেন মোড়সহ বিভিন্ন জায়গায় কয়েক বছর ধরে চোলাই মদ সরবরাহ করছেন বান্দরবানের বাসিন্দা শৈমুইচিং মারমা। চলতি মাসের শুরুতে হাটহাজারী থেকে বিপুল চোলাই মদ নিয়ে এই নারী গ্রেপ্তার হন। পরে জামিনে বেরিয়ে আসেন তিনি।

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত আরেক শীর্ষ নারী কারবারি আকলিমা বেগমের নামে আছে ১৮ মামলা। গত ১৬ ফেব্রুয়ারি ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারের পর থেকে আছেন কারাগারেই।

কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, কিছু পেশাদার লোক মাদক কারবারে নারীদের ব্যবহার করে থাকেন।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মাদক নিয়ে ধরা পড়ার পর নারীদের জামিনও দ্রুত হয়ে যায়। এটার সুবিধা নেন মাদক কারবারিরা।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন,  নারীদের নিয়ে একটা সহানুভূতি কাজ করে। মূলত এসব কারণে নারীদের ফাঁদ হিসেবে ব্যবহার করেন মাদক কারবারিরা।

চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তরিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম কারাগারে নারী বন্দীদের মধ্যে ৮০ শতাংশই মাদক মামলায় অভিযুক্ত।

কারা তথ্য অনুযায়ী গত ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রাম কারাগারে ৩৫৩ জন নারীর মধ্যে ২৮২ জনই মাদক মামলার আসামি।

আইনজীবী এ এইচ এম জিয়া হাবিব আহসান বলেন, আমরা পাচারকারীদের শাস্তির দাবি করলেও এদের পেছনে মূলহোতাদের আইনের আওতায় আনতে পারছি না। 

জানা যায়, ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় শীর্ষ ১৫৯ জনের মধ্যে ৪০ জন নারী কারবারি। এদের বাইরেও বিভিন্ন সময় মাদক নিয়ে নারীরা গ্রেপ্তার হচ্ছেন। গত জুলাই মাসে শুধু ডবলমুরিং থানা-পুলিশের হাতেই কয়েকজন পেশাদার নারী মাদক কারবারি গ্রেপ্তার হন।

থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এরা সবাই এলাকায় চিহ্নিত মাদক বিক্রেতা।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু