হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে ২৪ কেজি আইস জব্দ, আটক ৪

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী থেকে ২৪ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই চালান পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।  জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আজ রোববার দুপুর ১২টার দিকে র‌্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন  ইমরান ওরফে ইরান মাঝি, রুবেল, আলাউদ্দিন ও জয়নাল আবেদীন ওরফে কালাবদা। এদের মধ্যে আলাউদ্দিন চাকরিচ্যুত পুলিশ সদস্য।

খন্দকার আল মঈন বলেন, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইসসহ চারজনকে আটক করা হয়। চালানটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চা-পাতার বস্তায় করে বাংলাদেশে আনা হচ্ছিল। 

তিনি আরও বলেন, আলাউদ্দিন মাদক পরিবহনের কারণেই বাংলাদেশ পুলিশ থেকে চাকরিচ্যুত হন।  এর পরও সীমান্ত এলাকা দিয়ে তিনি পুনরায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও সহকারী পরিচালক এএসপি সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল