হোম > অপরাধ > চট্টগ্রাম

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, চটপটি বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফুচকা দেওয়ার কথা বলে চট্টগ্রামে আট বছর বয়সী শিশুকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক চটপটি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বন্দরের কলসি দিঘির পাড়ের পকেট গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ সোমবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। 

অভিযুক্ত ব্যক্তির নাম মিরাজ খলিফা (৩৩)। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা এবং নগরীর মহসীন কলোনিতে ভাড়া বাসায় থাকেন। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ভুক্তভোগী শিশুর মা একজন গৃহিণী। তাঁর বাবা ঢাকায় থাকেন। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। গতকাল রোববার বেলা ৩টায় সে বালতি আনতে বাসার ছাদে যাওয়ার সময় মিরাজ খলিফা তাকে ফুচকা দেওয়ার কথা বলে বাসার ভেতরে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর রুমের দরজা ভেতর থেকে আটকে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে না বলার জন্য তাঁকে ভয়ও দেখানো হয়। 

ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, দীর্ঘ সময় ছাদ থেকে বালতি না আনায় তার মা খুঁজতে গেলে আসামির বাসার জানালার সান সিটের নিচে তার মেয়েকে কাঁপতে দেখেন। পরে শিশুটি তাঁর মাকে সব জানায়। এ সময় ওই নারী কলোনির ইনচার্জ ও আশপাশের ভাড়াটিয়াদের বিষয়টি জানালে অভিযুক্তকে আটক করে তারা পুলিশের হাতে তুলে দেন।

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ