অপহরণের সাত মাস পর ১৫ বছরের এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় মো. শাকিল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার নগরীর পতেঙ্গা থানার ইপিজেড এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজস গ্রামের মজিদুল মিয়ার ছেলে। ওই কিশোরী গাইবান্ধা জেলা থেকে অপহৃত হয়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার মঙ্গলবার বলেন, ভুক্তভোগী কিশোরী গাইবান্ধার পলাশবাড়ী এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শাকিল বিভিন্ন সময়ে তাঁকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি কিশোরী তাঁর বাবা-মাকে জানালে ক্ষিপ্ত হন শাকিল। পরে গত ২৮ মে ওই কিশোরীকে কোচিং শেষে বাড়ি ফেরার সময় শাকিলসহ দুই থেকে তিনজন অপহরণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।