হোম > অপরাধ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে হত্যাচেষ্টার অভিযোগ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমিকের বিরুদ্ধে বিষপান করিয়ে তিশা আক্তার (১৭) নামে এক প্রেমিকাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। তিশা বড় কুমিরা এলাকার সেরাং বাড়ির ছলি আহমদের কন্যা। সে উচ্চ মাধ্যমিকে লেখাপড়ার পাশাপাশি কুমিরা বাজারের অরবিট প্যাথলজি ল্যাবে চাকরি করে। 

অভিযুক্ত প্রেমিকের নাম নিশান (২২)। তিনি একই এলাকার মোহাম্মদ জসীমের ছেলে। 

তিশার ভাই জিসান বলেন, ‘আমার বোনের সঙ্গে নিশানের চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি দুই পরিবারই জানত। গতকাল বিকেলে তিশাকে নিশান নিজ বাড়িতে ডেকে নেয়। কিন্তু এরপরই আমরা খবর পাই যে তাদের বাড়ির পেছনের একটি বাগানে তিশা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে দেখতে পাই তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। পরে তিশাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।’

তিশার ভাই আরও বলেন, ‘আমরা ধারণা করছি পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করতে তারা তাকে বিষ খাইয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখেছিল।’ 

কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি মেয়েটি তার প্রেমিকের বাড়িতে যায়। সেখানে প্রেমিক ও তার বাবা মেয়েটিকে অপমান করায় সে নিজেই বিষপান করেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ 

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘চার বছরের প্রেমের সম্পর্ক থাকার পরও প্রেমিক আর সম্পর্ক রাখতে চাইছিল না। এতে রাগে ও অপমানে মেয়েটি বিষপান করেছে বলে শুনেছি। এখন সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটি সুস্থ হওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ব্যাপারে মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’ 

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু