হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে অটোরিকশাচালককে হত্যার ২৬ দিন পর গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার ২৬ দিন পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার হোসেন আহম্মদের ছেলে রুবেল হোসেন ও সদরের কালীরচর গ্রামের মৃত তোফায়েল আহম্মদের ছেলে বেলাল হোসেন। 

পুলিশ সুপার জানান, গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে চরলরেন্স থেকে চৌধুরী বাজারে যাওয়ার উদ্দেশে ইস্রাফিলের অটোরিকশাটি ভাড়া করেন ইউসুফ নামে এক আরোহী। পথে ইউসুফ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে অটোরিকশাটি থামান। এ সময় ওই আসামিরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেন। পরে তাঁর কাছে থাকা নগদ ৬০০ টাকাসহ অটোরিকশা নিয়ে পালিয়ে যান আসামিরা। 

পরে অটোরিকশাটি ভবানীগঞ্জ এলাকায় নিয়ে ইউসুফ তাঁর সৎভাই বেলাল হোসেনের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল সোমবার আসামি রুবেল হোসেনকে কমলনগরের চরলরেন্স ও বেলালকে সদরের টুমচর ইউনিয়নের কালীরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ইউসুফকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

পুলিশ সুপার আরও জানান, এর আগে গত ১৮ জানুয়ারি মৃত ইস্রাফিলের বাবা আবুল বাশার বাদী হয়ে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৬ দিন পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা অটোরিকশাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। 

আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সোহেল রানা, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, মো. সোলাইমান প্রমুখ। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল