চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে টিপ ছোরাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর পলোগ্রাউন্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. আক্তার হোসেন সুমন (৩৫), মো. সাইফুল (২৬), মো. রবিউল (১৯), মো. ইয়াছিন (১৯) ও মো. সজীব (২৩)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে টিপ ছোরা নিয়ে এলাকাটিতে জড়ো হয়েছিল। তাঁদের উদ্দেশ্য ছিল ওই এলাকা দিয়ে যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ডাকাতি করা।’
জাহেদুল কবির আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় অজ্ঞাতনামা আরও তিন-চারজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আজ শুক্রবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।