হোম > অপরাধ > চট্টগ্রাম

বন্ধু হত্যার দায়ে ৫ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের আলোচিত মেহেদী হাসান হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে নগদ ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেখান থেকে ১০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা হবে। বাকি টাকা মেহেদীর মা রোজিনা আক্তারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা ফরিদ আহামদের ছেলে মোহাম্মদ ফারুক প্রকাশ ওমর ফারুক, আবুল বশরের ছেলে শাহেদ, মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগর, জহির আহমদের ছেলে মিঠু ও আমির হোসেনের ছেলে ওয়াসিম। রায় ঘোষণার সময় দুই আসামি মোহাম্মদ ফারুক ও শাহেদ আদালতে উপস্থিত ছিলেন। রায়ের দিন থেকে তাঁদের শাস্তি কার্যকর হবে।

এ ছাড়াও পলাতক থাকা তিন আসামি মিঠু, ওয়াসিম ও সাগর গ্রেপ্তার বা আত্মসমর্পণের তারিখ থেকে তাঁদের সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন বিচারক।

নিহত মেহেদি হাসান একই এলাকার মোহাম্মদ সোলাইমান পেশকারের ছেলে। ২০১০ সালের ২০ এপ্রিল রাত ১০টার দিকে কক্সবাজার শহরের সার্কিট হাউস রোডে পাঁচ বন্ধুর হামলায় নিহত হন মেহেদী। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোজাফফর আহমদ হেলালী জানান, মেহেদী হাসান হত্যার ঘটনায় তাঁর বাবা মোহাম্মদ সোলাইমান ২০১০ সালের ২২ এপ্রিল কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলায় ৩০২ / ৩৪ ধারায় চার্জ গঠন করেন আদালত। আদালত সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের পর পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আসামিপক্ষে মোহাম্মদ জাকারিয়া, তৌহিদুল আনোয়ার, আমির হোসেন মামলা পরিচালনা করেন। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি