চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মির্জা জলিলুর রহমান দুলালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম তানজির।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম তানজির বলেন, সাবেক এই চেয়ারম্যান উপজেলার ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নে তাঁর বাড়ির সামনে অবৈধভাবে কৃষিজমি খনন ও পূর্ব হাটিলা গ্রামের পাটোয়ারীবাড়ির সামনে সরকারি হালট দখল করে বাড়ি নির্মাণ করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে রোববার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ওই সময় মাটি কাটার তিনটা যন্ত্র (ভ্যাকু) জব্দ করা হয়। মালিক না পাওয়ায় চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশে সেগুলো নিলামে তোলা হবে। ওই টাকা সরকারি কোষাগারে জমা হবে।