হোম > অপরাধ > চট্টগ্রাম

ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

প্রতিনিধি, দীঘিনালা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির জামতলী বাঙালি পাড়ায় নেশাগ্রস্ত ছেলে জনির এলোপাতাড়ি দায়ের কোপে বাবা নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ৩টায় এ ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম মো. মিন্টু আলী (৫২)। তিনি উপজেলার জামতলী বাঙালি পাড়ার মো. মোবারক মিয়ার ছেলে। নিহত মিন্টু আলীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

স্থানীয়রা বলেন, প্রায়ই নিহতের ছেলে জনি নেশা করে বারিতে আসতেন এবং বাবা ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হতো। এরই জেরে মিন্ট আলীকে জনি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। 

নিহতের বড় মেয়ে মিনারা (২৭) বলেন, আমি বাবার পাশের ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ বাবার ঘরে শব্দ শুনতে পাই। ঘরে গিয়ে দেখি বাবা মাটিতে শুয়ে আছে। পরে মাও বাবাকে ডাকতে আসে এবং দেখে ঘরের পুরো মেঝে রক্তে মেখে আছে। তা দেখা মা অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আমি চিৎকার দিলে আশপাশের লোকজন আসে। এরপর আমি আর কিছু বলতে পারি না। 

নিহতের বাবা মোবারক মিয়া বলেন, আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় দীঘিনালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে ডাক্তার বলে সে মারা গেছে। 

দীঘিনালা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. মো. আবির বলেন, নিহতকে তাঁর বাবা মোবারক মিয়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই মারা যান তিনি।

 দীঘিনালা থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে তিনটি দায়ের কোপ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। 

উপপরিদর্শক আরও বলেন, ছেলেকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে