হোম > অপরাধ > চট্টগ্রাম

হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আজ বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে হোমনা দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের বড় বিলের পাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর উত্তর পাড়া বেপারী বাড়ির মো. রহমত উল্লাহ (২১), একই গ্রামের মো. রায়হান প্রকাশ বরকত উল্লাহ (২০) ও মো. সেলিম (২০) এবং খোদেদাউদপুর বাঘা সরকার বাড়ির মো. সেকুল ইসলাম (২০)। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, গতকাল রাতে হোমনা দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের বড় বিলের পাড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল