হোম > অপরাধ > চট্টগ্রাম

হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আজ বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে হোমনা দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের বড় বিলের পাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর উত্তর পাড়া বেপারী বাড়ির মো. রহমত উল্লাহ (২১), একই গ্রামের মো. রায়হান প্রকাশ বরকত উল্লাহ (২০) ও মো. সেলিম (২০) এবং খোদেদাউদপুর বাঘা সরকার বাড়ির মো. সেকুল ইসলাম (২০)। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, গতকাল রাতে হোমনা দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের বড় বিলের পাড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট