হোম > অপরাধ > চট্টগ্রাম

হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আজ বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে হোমনা দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের বড় বিলের পাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর উত্তর পাড়া বেপারী বাড়ির মো. রহমত উল্লাহ (২১), একই গ্রামের মো. রায়হান প্রকাশ বরকত উল্লাহ (২০) ও মো. সেলিম (২০) এবং খোদেদাউদপুর বাঘা সরকার বাড়ির মো. সেকুল ইসলাম (২০)। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, গতকাল রাতে হোমনা দুলালপুর সড়কের ঘাগুটিয়া ইউনিয়নের বড় বিলের পাড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫