হোম > অপরাধ > চট্টগ্রাম

বান্দরবানে স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলায় স্ত্রীকে হত্যা করে অস্ত্রের মুখে স্বামীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজমাপাড়ায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপহৃত স্বামীর সন্ধান পাওয়া যায়নি। 

নিহত স্ত্রীর নাম পাইয়নু মারমা (২৮) এবং অপহৃত স্বামী রেথোয়াই মারমা। অপহৃত রেথোয়াই মারমা জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সদস্য বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে কারা এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে খাওয়া শেষে রেথোয়াই মারমা ও স্ত্রী পাইয়নু ঘরেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কয়েকজন সন্ত্রাসী রেথোয়াই মারমার ঘরে অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় তাঁকে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যেতে চাইলে স্ত্রী বাধা দেন। তখন সন্ত্রাসীরা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর তাঁকে গুলি করে হত্যা করে স্বামীকে চলে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। 

বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্ত্রী খুন ও স্বামী অপহরণের কথা তিনি শুনেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

বান্দরবান সদর থানার ওসি বলেন, কারা এবং কেন এ কাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনা খতিয়ে পরে বিস্তারিত জানা যাবে। 

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সন্ত্রাসীর হাতে খুন হন মংক্যচিং মারমা। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল