হোম > অপরাধ > চট্টগ্রাম

বান্দরবানে স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলায় স্ত্রীকে হত্যা করে অস্ত্রের মুখে স্বামীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজমাপাড়ায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপহৃত স্বামীর সন্ধান পাওয়া যায়নি। 

নিহত স্ত্রীর নাম পাইয়নু মারমা (২৮) এবং অপহৃত স্বামী রেথোয়াই মারমা। অপহৃত রেথোয়াই মারমা জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সদস্য বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে কারা এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে খাওয়া শেষে রেথোয়াই মারমা ও স্ত্রী পাইয়নু ঘরেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কয়েকজন সন্ত্রাসী রেথোয়াই মারমার ঘরে অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় তাঁকে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যেতে চাইলে স্ত্রী বাধা দেন। তখন সন্ত্রাসীরা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এরপর তাঁকে গুলি করে হত্যা করে স্বামীকে চলে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। 

বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্ত্রী খুন ও স্বামী অপহরণের কথা তিনি শুনেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

বান্দরবান সদর থানার ওসি বলেন, কারা এবং কেন এ কাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনা খতিয়ে পরে বিস্তারিত জানা যাবে। 

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার জেলার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সন্ত্রাসীর হাতে খুন হন মংক্যচিং মারমা। 

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার