হোম > অপরাধ > চট্টগ্রাম

চন্দনাইশে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী হাজির পাড়া এলাকার মো. পারভেজ (১৮) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার হাছনদন্ডী গ্রামের হাজির পাড়ার গাছ বাগানে দোলনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, প্রেমঘটিত কারণে পারভেজকে হত্যা করে তার লাশ ছোট বাচ্চাদের খেলার দোলনার সঙ্গে পেঁচিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। 

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাতে  বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি পারভেজ। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন গাছ বাগানে তার লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

নিহতের মা বলেন, রায়জোয়ারা গ্রামের এক কিশোরীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল পারভেজের। তার সঙ্গে প্রায় সময় কথা-কাটাকাটি হয়। তার প্রেমিকার বিয়ের কথা বলে কিছু এলাকার বন্ধু রাতে এসে নিয়ে যায়। কে বা কারা তাকে হত্যা করে লাশ বাগানে ফেলে গেছে। 

এ বিষয়ে ওই কিশোরী জানায়, পারভেজের সঙ্গে তার ৬ বছরের প্রেম। দীর্ঘদিন প্রেমের ফলে বাঁচলেও তার সঙ্গে বাঁচার কথা, মরলেও তারা এক সঙ্গে মরার কথা। তার সঙ্গে অন্য কারও প্রেমের সম্পর্ক নেই এবং অন্য কোথাও বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। 
 
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো জখমের চিহ্ন, রক্ত, আঘাত ছিল না। তাই অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট