সাগর পথে পাচারকালে আনুমানিক ১২ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৯৬ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব ৭। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ সময় ১২ জন রোহিঙ্গাসহ মোট ১৪ জন মাদক ব্যবসায়ীকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়।
র্যাব জানায়, কক্সবাজার থেকে সাগর পথে ফিশিং বোটে করে খালাসের জন্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় দিকে আসছিল তারা। এ সময় ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হল তল্লাশি চালায় র্যাব। অভিযানে বোটের ভেতর তিনটি ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আমিন বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মিয়ানমার থেকে সাগর পথ ব্যবহার করে ইয়াবা ট্যাবলেটের বড় বড় চালান বাংলাদেশে আনে। পরে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে আসছে। আসামি ও উদ্ধারকৃত আলামত পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।