হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদা নিতে বাধা দেওয়ায় কোপানোর অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় চাঁদা নিতে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাতে থানার বিশ্ব কলোনি বি ব্লক-সংলগ্ন মধ্যম জানারখীল এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় বাবু নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, আকবর শাহ থানার কর্নেলহাট থেকে নিউ মনছুরাবাদ এলাকায় চাঁদা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ নিয়ে আহত বাবুর পক্ষের দাবি চাঁদা নিতে বারণ করায় মানিকসহ কয়েকজন মিলে এ ঘটনা ঘটিয়েছে।

বাবুর বন্ধু মো. রাজু বলেন, সিটিগেট থেকে এ কে খান পর্যন্ত চিহ্নিত ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ দীর্ঘদিন ধরে নানা অপরাধ করে আসছেন আশরাফ উদ্দিন টিটুর অনুসারীরা। বাবু চাঁদা নিতে বাধা দেওয়ায় তাঁকে কুপিয়ে আহত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আহত বাবু মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের অনুসারী। অন্যদিকে মানিক মহানগর ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটুর অনুসারী।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘কাইয়ুম ও মানিকের মধ্যে ব্যক্তিগত বিরোধ ছিল। এর জের ধরে কাইয়ুম লোকজন নিয়ে আসছিলেন মানিকের ওপর হামলা করতে। এতে কয়েকজন আহত হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি