হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদা নিতে বাধা দেওয়ায় কোপানোর অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় চাঁদা নিতে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাতে থানার বিশ্ব কলোনি বি ব্লক-সংলগ্ন মধ্যম জানারখীল এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় বাবু নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, আকবর শাহ থানার কর্নেলহাট থেকে নিউ মনছুরাবাদ এলাকায় চাঁদা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ নিয়ে আহত বাবুর পক্ষের দাবি চাঁদা নিতে বারণ করায় মানিকসহ কয়েকজন মিলে এ ঘটনা ঘটিয়েছে।

বাবুর বন্ধু মো. রাজু বলেন, সিটিগেট থেকে এ কে খান পর্যন্ত চিহ্নিত ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ দীর্ঘদিন ধরে নানা অপরাধ করে আসছেন আশরাফ উদ্দিন টিটুর অনুসারীরা। বাবু চাঁদা নিতে বাধা দেওয়ায় তাঁকে কুপিয়ে আহত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আহত বাবু মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের অনুসারী। অন্যদিকে মানিক মহানগর ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটুর অনুসারী।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘কাইয়ুম ও মানিকের মধ্যে ব্যক্তিগত বিরোধ ছিল। এর জের ধরে কাইয়ুম লোকজন নিয়ে আসছিলেন মানিকের ওপর হামলা করতে। এতে কয়েকজন আহত হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ