হোম > অপরাধ > চট্টগ্রাম

মাদক ব্যবসায়ীর সঙ্গে গোলাগুলিতে র‍্যাবসহ গুলিবিদ্ধ ৪ 

কুমিল্লা প্রতিনিধি

মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে একজন র‍্যাব সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা ছাড়াও আহত হয়েছেন আরও দুজন। এ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। 

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 
গুলিবিদ্ধ র‍্যাব সদস্য হলেন করপোরাল মো. রুবেল গাজী। 

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা দিয়ে মাদকের বড় চালান পার হচ্ছে এমন তথ্য পায় র‍্যাব। পরে র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২০-২৫ জন মাদক ব্যবসায়ীকে দূর থেকে কাঁধে মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যেতে দেখেন। এ সময় কর্তব্যরত টহল কমান্ডার তাঁদের থামতে বললে কোনো উত্তর না দিয়ে কিছু মাদক কারবারি দৌড়ে পালিয়ে যান, একই সঙ্গে কিছু মাদক কারবারি অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে আত্মরক্ষার্থে র‍্যাবের সদস্যরা গুলি চালান। এ ঘটনায় একজন র‍্যাব সদস্য ও তিনজন গুলিবিদ্ধ হন। 

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীরা হলেন মো. সাইদুল ইসলাম (২২), মো. হযরত আলী (২০) ও মো. মশিউর রহমান (২১)। গুলিবিদ্ধ র‍্যাব সদস্য ও মাদক কারবারিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুলিবিদ্ধ র‍্যাব সদস্য করপোরাল রুবেল গাজীকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তারদের পরামর্শে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) রয়েছেন। এ ছাড়া তিনজন মাদক কারবারির মধ্যে একজনের শরীরে গুলি স্পর্শ করে চলে যায়। তাই তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দিয়েছে। বর্তমানে তিনি র‍্যাব হেফাজতে রয়েছেন। বাকি দুজন গুলিবিদ্ধ মাদক কারবারি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে আরও দুজন মাদক কারবারি সবুজ ইসলাম (২০) ও মো. শরীফ (১৯) মাদক নিয়ে দৌড়ে পালানোর সময় ৫৬ কেজি গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাোজিন ও দুই রাউন্ড অ্যামোনিশন উদ্ধার করা হয়। 

র‍্যাব আরও জানায়, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট