হোম > অপরাধ > চট্টগ্রাম

অপহৃত রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অপহৃত রোহিঙ্গা আবু সৈয়দ আব্দুল্লাহকে (৩৮) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুলাই) দিবাগতে রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ও রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর সংযোগ স্থল সংলগ্ন খালের মোহনা থেকে তাঁকে উদ্ধার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

উদ্ধার হওয়া রোহিঙ্গা আব্দুল্লাহ ক্যাম্প-৭ এর ডি/ ৯ ব্লকের বাসিন্দা আলী আহমেদের ছেলে। 

এপিবিএন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ নতুনভাবে সংগঠিত হতে যাওয়া রোহিঙ্গাদের বিপ্লবী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আর এস ও) নেতা। তাঁকে অপহরণ করে কথিত আরসা নামে অন্য একটি রোহিঙ্গা গ্রুপ। 

১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক আজকের পত্রিকাকে বলেন, ওই ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে কথিত আরসা নামধারী আল-ইয়াকীন নেতা জোবায়ের (৩০) ওরফে কালা জোবায়েরের নেতৃত্বে ৫০ / ৬০ জন রোহিঙ্গা সন্ত্রাসী আবু সৈয়দ আব্দুল্লাহকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এনামুল বাধা দেয়। এ সময় এনামুলের বাম পায়ে হাঁটুর নিচে গুলি করা হয়। পরে মধ্যরাতে অভিযান পরিচালনা করে অপহৃত আব্দুল্লাহকে বাম হাতে ও ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। 

এসপি নাইম বলেন, রাতে গোলাগুলির খবর পেয়ে এপিবিএন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। গুলিবিদ্ধ আব্দুল্লাহ ও এনামুলকে কুতুপালং রোহিঙ্গা শিবিরে অবস্থিত তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসপি নাইম আরও বলেন, কথিত আরসা নামধারী আল-ইয়াকীন এবং নতুনভাবে সংগঠিত হতে যাওয়া আরএসও’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। 

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে চলছে অভিযান। 

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ