হোম > অপরাধ > চট্টগ্রাম

ঘর থেকে স্ত্রী ও শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূ ও শিশুসন্তানের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী মোহাম্মদ সোলেমান পলাতক। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামে ঘটে। আজ সোমবার সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।

নিহতরা হলেন- পিংকি আক্তার (২৫) ও তাঁর চার মাসের শিশুকন্যা। এই দম্পতির আরও দুই কন্যা সন্তান রয়েছে। মোহাম্মদ সোলেমান পেশায় রাজমিস্ত্রি। তিনি পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। পিংকি আক্তার একই এলাকার আব্দুল খালেক দুলালের মেয়ে।

নিহতের ভাই ইমরান হোসেন সুজন বলেন, ‘আমার দুলাভাই পরকীয়ায় জড়িত। এ নিয়ে বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া  হতো। গত বৃহস্পতিবার বড় মেয়ে সুলতানাকে (৪) নোয়াখালীতে এক আত্মীয়ের বাড়ি রেখে আসে এবং গত শুক্রবার আমার বোন ও তাঁর শিশুকন্যাকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। কয়েক দিন বোনের খবর না পেয়ে তাঁদের বাড়িতে আসি। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেওয়া হয়। তালা ভেঙে ঘরে প্রবেশ করলে বোন এবং ভাগনির গলাকাটা লাশ কম্বলে প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি।’

রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামন জানান, পারিবারিক সমস্যার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছে।

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি