হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে মুদি দোকানে ডাকাতির অভিযোগ, জমি নিয়ে বিরোধের সন্দেহ পুলিশের

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে এক মুদি ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধরসহ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কয়েক লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় আজ শনিবার ওই ভুক্তভোগী ব্যবসায়ীর দুলাভাই একজনকে প্রধান আসামি করে ১৮ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। 

পুলিশ বলছে, ডাকাতি নয়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

গতকাল শুক্রবার রাত ১টার দিকে মান্দারী উত্তর বাজারের হাজি স্টোরে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মুদি ব্যবসায়ীর নাম হেলাল উদ্দিন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হলেন স্থানীয় মাসুদ আলম নামের এক ব্যক্তি। 

হাজি স্টোরের মালিক হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১টার দিকে সন্ত্রাসী মাসুদ আলমের নেতৃত্বে ১৫-২০ জনের একদল ডাকাত আমার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢোকে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। সবার হাতে পিস্তল ও ধারালো অস্ত্র ছিল। একপর্যায়ে চিৎকার দিতে চাইলে তাঁরা আমাকে হাত-পা বেঁধে মারধর করে। এরপর বিদ্যুতের পিলারে বেঁধে রেখে নগদ টাকা ও দোকান থেকে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নেয়। বর্তমানে তাদের ভয়ে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।’ 

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে এসেছি। তবে ঘটনাটি ডাকাতি নয়, সম্পত্তি নিয়ে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই