হোম > অপরাধ > চট্টগ্রাম

শিশুকে যৌন নিপীড়নের দোষ চাপালেন ‘শয়তানের’ ঘাড়ে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

‘শইল্যে তো মানে না স্যার। শয়তানের ধোঁকায় পড়ছি, আমার কি করার আছে, কন!’ ১১ বছর বয়সী এক ছেলে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা ও নির্যাতনের পর নিজের অপরাধ সম্পর্কে পুলিশের কাছে এ মন্তব্য করেন ষাটোর্ধ্ব জালাল আহম্মদ।

আজ বুধবার ভোরে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচখাইন এলাকার এক মাজার প্রাঙ্গণ থেকে পালানোর সময় জালাল আহম্মদকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া জালাল আহম্মদ (৬০)। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুন্নিয়াপাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাউজানের পাহাড়তলিতে ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী চতুর্থ শ্রেণির ছাত্রকে মোবাইল ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যান জালাল। সেখানে জোরপূর্বক ওই শিশুকে যৌন নিপীড়ন করেন। পরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত খুলে বললে তার মা বাদী হয়ে জালালকে একমাত্র আসামি করে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে মামলা রুজু হওয়ার পরপরই জালাল আহম্মদকে গ্রেপ্তারের অভিযানে নামে রাউজান থানা–পুলিশ। পরে বুধবার ভোরে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচখাইন এলাকার এক মাজার প্রাঙ্গণ থেকে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া জালাল আহম্মদের বিষয়ে খোঁজ–খবর নিতে তার বাড়ির এলাকার (আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য মামুন উদ্দিনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। স্থানীয় এ জনপ্রতিনিধির বলেন, ‘জালাল একজন দুশ্চরিত্র লোক হিসেবে এলাকায় পরিচিত। এর আগে একবার তাঁকে এই অপরাধে গণধোলাইও দেওয়া হয়। এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি চায়।’ 

উল্লিখিত দুই অভিযোগ ছাড়াও জালালের বিরুদ্ধে অতীতে শিশু নির্যাতনে আরও অভিযোগ গ্রামবাসী তাঁকে জানিয়েছেন বলে দাবি করেন ইউপি সদস্য মামুন উদ্দিন। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘নিজের স্ত্রী থাকা সত্ত্বেও জালালের বিরুদ্ধে একের পর এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ থেকে এটাই প্রতীয়মান হয় যে, তিনি সম্ভবত বিকৃত যৌনাচারে অভ্যস্ত একজন মানুষ। তাঁকে জিজ্ঞাসাবাদ ও আরও তথ্য উদ্‌ঘাটনের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’ 

এ রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘গ্রেপ্তার জালাল আহম্মদকে অভ্যাসগত একজন যৌন নিপীড়ক হিসেবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এর আগে ২০১৫ সালেও এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় বেশ কয়েক মাস জেল খাটেন তিনি। তিনি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ঘুরে বেড়ান। তিনি একজন ‘ভবঘুরে’ বলে জানতে পেরেছি।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট