হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে বাগ্‌বিতণ্ডার জেরে ট্রলারের মাঝিকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে এক ট্রলারের মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সকাল ১০টায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে এ ঘটনা ঘটেছে। নিহত ট্রলারমাঝি আব্দুল গফুর (৪৫) খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ প্যাঁচারঘোনার পেঠান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলারের মাঝি আবদুল গফুর। আজ সকালে সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিলেরন। এসময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকি করেন মাঝি। এ নিয়ে নুর মোহাম্মদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে গফুর মাঝিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, জেলে নুর মোহাম্মদ একই এলাকার আব্দুস সালামের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনায় বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প