হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে বাগ্‌বিতণ্ডার জেরে ট্রলারের মাঝিকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে এক ট্রলারের মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সকাল ১০টায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে এ ঘটনা ঘটেছে। নিহত ট্রলারমাঝি আব্দুল গফুর (৪৫) খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ প্যাঁচারঘোনার পেঠান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলারের মাঝি আবদুল গফুর। আজ সকালে সাগরে যাওয়ার জন্য জড়ো হচ্ছিলেরন। এসময় ট্রলারের জেলে নুর মোহাম্মদকে ডাকাডাকি করেন মাঝি। এ নিয়ে নুর মোহাম্মদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে গফুর মাঝিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, জেলে নুর মোহাম্মদ একই এলাকার আব্দুস সালামের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনায় বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪