হোম > অপরাধ > চট্টগ্রাম

বুড়িচংয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছেন।

গতকাল বুধবার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ২ নম্বর ট্রাইব্যুনাল আদালতে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। এর আগে ৪ অক্টোবর রাতে ভুক্তভোগীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের ওই নারী অনলাইনে হিজাব, বোরকা, থ্রিপিস, ওড়না বিক্রির ব্যবসা করে আসছেন। গত ছয় মাস ধরে তিনি কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি বাড়ি ভাড়া নিয়ে শিশুসন্তানসহ বসবাস করে আসছেন। তিনি স্বামী পরিত্যক্তা।

অনলাইনে ব্যবসা করার কারণে ওই নারীর সঙ্গে ঘোষনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. কামরুল হাসান ওরফে পলক নামে এক যুবকের পরিচয় হয়। কামরুল ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময় মালামাল কিনতেন। কিছুদিন আগে থেকে কামরুল ওই নারীকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ওই নারী রাজি না হওয়ায় তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। 

গত ৪ অক্টোবর রাতে কামরুল ওই নারীর ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ধর্ষণ করেন। এ সময় ওই নারীকে বেঁধে রেখে তাঁর ঘরে থাকা ২ লাখ ১৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। 

পরে ওই নারী ও তাঁর শিশুসন্তানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। 

এ ঘটনায় ওই নারী বুড়িচং থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়ে পরে গতকাল বুধবার কুমিল্লা আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. লিয়াকত আলী আজকের পত্রিকাকে জানান, ধর্ষণের অভিযোগে এক নারী কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ২ নম্বর ট্রাইব্যুনাল আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেন। ঘটনার তদন্ত করে পরের বছর ১ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ