হোম > অপরাধ > চট্টগ্রাম

ভূমি অধিগ্রহণের ৩ কোটি টাকার চেক তুলতে গিয়ে গ্রেপ্তার হলেন নারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে ভূমি অধিগ্রহণের (এলএ) ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকার চেক উত্তোলনের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জহুরা (২৫) নামে এক নারী।

আজ সোমবার কক্সবাজার উখিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহুরা উখিয়া উপজেলার ওসমানের মেয়ে। 

এ ব্যাপারে জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার মো. উমর ফারুক বলেন, সম্প্রতি জহুরা একটি রেজিস্টার্ড পাওয়ার অব অ্যাটর্নি মূলে চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখায় ২ কোটি ৮৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক উত্তোলনের আবেদন করেন। এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দাতাদের পরিচয় ও তাঁর সঙ্গে ওই ব্যক্তিদের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন উত্তর দেন। জহুরা বলেন, পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের তিনি চেনেন না। মূলত তাঁর স্বামী পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করেছেন। তাঁর স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, স্বামী প্রবাসী এবং দুমাস ধরে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের খোঁজ করেন। একপর্যায়ে তাঁদের খোঁজ পেলে তাঁরা জানান, জহুরা নামে কাউকে তাঁরা ক্ষতিপূরণের টাকা উত্তোলনের জন্য কোনো প্রকার ক্ষমতা দেননি। 

উমর ফারুক বলেন, মূলত জহুরা একটি প্রতারক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় জহুরাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে আজ তাঁকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ