হোম > অপরাধ > চট্টগ্রাম

দেবিদ্বারে শান্ত হত্যার ঘটনায় আহত চারজনের স্বীকারোক্তি, সাক্ষী সাজিদকে খুঁজছে পুলিশ 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারের শান্ত হত্যার মামলার সাক্ষী ছিলেন আজমুল ফুয়াদ সাজিদ (২৩)। সাক্ষী থেকে হতে যাচ্ছেন ঘাতক। খুন করে নাটকীয়ভাবে এলাকা ছেড়েছিলেন সাজিদ। ঈদুল আজহার আগের দিন মেহেদী হাসান শান্ত হত্যার ঘটনায় তিনি একাই জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ। 

এ ঘটনার দুই প্রত্যক্ষদর্শী এবং ছুরিকাঘাতে আহত রাসেল (৩০) ও আশরাফুল ইসলাম (১৭) গতকাল সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন। আহত রাসেল নূরপুর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে এবং আশরাফুল একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। 

জবানবন্দিতে রাসেল ও আশরাফুল জানান, ধারালো ছুরি হাতে আমেরিকাপ্রবাসী আজমুল ফুয়াদ সাজিদ (২৩) যখন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে যাচ্ছিলেন, তখন তাঁকে নিবৃত্ত করতে গিয়ে খুন হন মেহেদী হাসান শান্ত। পুরো কিলিং মিশন শেষ হয় এক মিনিটের মধ্যেই। পরে ঘাতক সাজিদ মোটরসাইকেলে করে পালিয়ে যান। কিন্তু হত্যা মামলায় সাজিদকে আসামি না করে সাক্ষী করা হয়। জবানবন্দি রেকর্ড করেন আমলি আদালত ৪-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা। 

জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাদেমুল বাহার। 

গত ৯ জুলাই বিকেলে দেবিদ্বার উপজেলার নূরপুর গ্রামে ছুরিকাঘাতে নিহত হন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সহযোগী শান্ত। এ সময় ছুরিকাঘাতে আহত হন আরও চারজন। এ ঘটনায় নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে পরদিন থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় একই গ্রামের আল আমিন, সাদ্দাম, ছগির, বায়েজিদ, সিরাজ ও মোখলেছসহ ছয়জন এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত রাসেল ও আশরাফুল আদালতে জবানবন্দি শেষে সাংবাদিকদের বলেন, ‘সাজিদ ছুরিকাঘাত করে শান্তকে হত্যাসহ আমাদের আরও চারজনকে আহত করেছিল। এক মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করা হয়। এ ঘটনা ঘটেছে প্রকাশ্যে, কিন্তু সাজিদকে আসামি না করে মামলায় ৫ নম্বর সাক্ষী করা হয়।’ 

এদিকে এ ঘটনায় জড়িত না থাকলেও হত্যা মামলায় ২ নম্বর আসামি করা হয় ক্যানসার আক্রান্ত সাদ্দাম হোসেনকে। পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাদেমুল বাহার বলেন, এ মামলায় এর আগে গত ১৪ জুলাই আদালতে অপর দুই আহত আরমান আলম ও নুরুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে চারজনের আদালতে দেওয়া জবানবন্দি ও স্থানীয়ভাবে তদন্তে শান্ত হত্যায় পলাতক সাজিদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তিনি (সাজিদ) একাই ছুরিকাঘাতে এ ঘটনা ঘটিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

ওসি আরও বলেন, এ মামলায় নিরপরাধ কাউকে জড়ানোর চেষ্টা করছে কেউ কেউ। আসামি যুক্ত করতে আদালতেও আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত বিষয়টি নামঞ্জুর করেছে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট