হোম > অপরাধ > চট্টগ্রাম

নার্স সেজে নবজাতক চুরির ঘটনায় ৫ জন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নার্স সেজে এক নবজাতককে চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে নগরীর ইপিজেড থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। একই সময় পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া নবজাতককেও উদ্ধার করেছে।ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার বিকেল ৩টার দিকে মমতা

মাতৃসদন ক্লিনিক থেকে কৌশলে একটি নবজাতককে নিয়ে পালিয়ে যায় এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধারে কাজ শুরু করে। আজ (মঙ্গলবার) ভোর রাত ৩টার দিকে আনোয়ারা উপজেলার এক পোশাক শ্রমিকের বাড়ি থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ সময় নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে লালন-পালনের জন্য তারা নবজাতকটিকে চুরি করেছিলেন।’ 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. মোরশেদ আলম (৪২), মো. সেলিম (৩৯), মো. আবুল কাশেম (৩০), শিমু দাশ (২০) ও রিমন মল্লিক (২৬)। চুরি হওয়া ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।

নবজাতকের পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, শুক্রবার ওই নবজাতকের জন্ম হয়। এরপর রোববার বিকেলে নার্স সেজে এক নারী ওই শিশুটিকে ইনজেকশন দেওয়ার কথা বলে ক্লিনিকের নিচ তলায় নিয়ে যান। এরপর অনেক অপেক্ষা করেও শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে না আনায় পরিবারের লোকজন নিচতলায় গিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। পরে হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরে তারা থানা-পুলিশকে বিষয়টি অবহিত করে।

থানা-পুলিশ সূত্রে আরও জানা যায়, চুরি হওয়া নবজাতকের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মমতা মাতৃসদন-২ হাসপাতালের মোরশেদ, সেলিম ও কাশেম নামে ৩ কর্মচারীকে জড়িত সন্দেহে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা শিশুটিকে চুরির করার বিষয়টি স্বীকার করেন। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে (মঙ্গলবার) আনোয়ারা উপজেলা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ সময় এই ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা শিমু দাশ ও রিমন মল্লিককে গ্রেপ্তার করা হয়। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি