চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—পুঁইছড়ি এলাকার মৃত হাব্বান আলীর ছেলে আহমদ কবির, গন্ডামারা এলাকার মৃত ভেট্টা মিয়ার ছেলে মো. ইলিয়াছ, মৃত আব্দুর রশিদের ছেলে রফিক উদ্দীন, মিনজিরিতলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে ছাবের আহমদ, আব্দুস সাত্তারের ছেলে রশিদ আহমদ ও চাম্বল এলাকার জাহেদ আহমদের ছেলে মো. হারুন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।