হোম > অপরাধ > চট্টগ্রাম

কসবায় ঝোপ থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ কারবারি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ঝোপের ভেতর থেকে উদ্ধারকৃত ১০৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে ভোররাতে উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তঘেঁষা গৌরাঙ্গলা গ্রামে অভিযান চালিয়ে জনৈক জাকির হোসেনের বাড়ির পাশে ঝোপের ভেতর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—গৌরাঙ্গলা গ্রামের মৃত সামছুল হক ভূঁইয়ার ছেলে জাকির হোসেন (৫০) ও মৃত সুন্দর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬)। এদের মধ্যে পালিয়ে যায় সামছুল হকের ছেলে ইকবাল হোসেন ভুট্টো (৪০)। তিনজনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা করেছে পুলিশ। 

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদে মঙ্গলবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গলা গ্রামের মাদক কারবারি জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পাচারের উদ্দেশ্যে বাড়ির পাশে একটি ঝোপের ভেতর লুকিয়ে রাখা বস্তাভর্তি অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’ 

ওসি আরও বলেন, ‘আটককৃত দুজনসহ পলাতক একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ