হোম > অপরাধ > চট্টগ্রাম

মাদকের জন্য সন্তান বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের তৎপরতায় মায়ের কোলে ফিরে এল শিশু আব্দুল্লাহ। মাদকাসক্ত বাবা ইমরান হোসেন নেশার টাকা জোগাড় করতে দেড় বছরের আব্দুল্লাহকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছিলেন। মা বিষয়টি মতলব দক্ষিণ থানায় জানালে পুলিশের ত্বরিত তৎপরতায় শিশুটি দ্রুত উদ্ধার হয়। গতকাল সোমবার রাতে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

জানা যায়, মতলব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা ইমরান হোসেন। ৪ জুন স্ত্রীর কাছ থেকে শিশুটিকে নিয়ে বের হয়ে যান। পরে ২০ হাজার টাকায় মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে রুমা আক্তারের কাছে বিক্রি করে দেন। 

সন্তান না পেয়ে মা লামিয়া বেগম মতলব দক্ষিণ থানা-পুলিশকে জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে।

জানা যায়, শিশুটির বাবা মাদকাসক্ত। স্ত্রী-সন্তানের তেমন খোঁজখবর রাখেন না। লামিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে পেট চালান। নেশার টাকা জোগাড় করতেই নিজের সন্তানকে বিক্রি করে দেন ইমরান হোসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।

মতলব দক্ষিণ থানার এসআই রুহুল আমিন বলেন, মাদকসেবী ইমরান হোসেন মাদকের টাকা জোগাড় করতে ছেলে আব্দুল্লাহকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন।

থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘লামিয়া বেগম থানায় এসে আমাদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে পুলিশ শিশুটিকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।’

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী