হোম > অপরাধ > চট্টগ্রাম

চান্দিনায় আবারও জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা বাজারে আবারও একটি স্বর্ণের দোকান থেকে ক্রেতা সেজে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চান্দিনা কাপড়িয়া পট্টির ওই জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। 

দোকানমালিক সুবল দাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিন পুরুষ ও এক নারী ক্রেতা বেশে দোকানে এসে স্বর্ণের আংটি, কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান আরেকজন বলেন এটার ওজন দেন। আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান। 

সুবল দাস আরও বলেন, সুযোগ বুঝে চোর চক্রের এক পুরুষ দোকানের শোকেস থেকে আংটি রাখার দুটি ট্রে বের করেন এবং সঙ্গে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভেতরে নিয়ে যান। ট্রে দুটি গায়েব করার পর আংটি ও কানের দুল পছন্দ না হওয়ার অজুহাতে দোকান ত্যাগ করে চোর চক্রটি। 

দুটি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরিরও বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়। যদি কেউ তাঁদের শনাক্ত করতে পারে তাঁদের পুরস্কৃত করবেন বলেও জানান দোকানমালিক। 

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলারি দোকানে স্বর্ণের চেইন চুরির সময় চোর চক্রকে আটক করা হয়। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’

ঈদ উপলক্ষে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশের এই কর্মকর্তা।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা