হোম > অপরাধ > চট্টগ্রাম

চান্দিনায় আবারও জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা বাজারে আবারও একটি স্বর্ণের দোকান থেকে ক্রেতা সেজে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চান্দিনা কাপড়িয়া পট্টির ওই জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। 

দোকানমালিক সুবল দাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিন পুরুষ ও এক নারী ক্রেতা বেশে দোকানে এসে স্বর্ণের আংটি, কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান আরেকজন বলেন এটার ওজন দেন। আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান। 

সুবল দাস আরও বলেন, সুযোগ বুঝে চোর চক্রের এক পুরুষ দোকানের শোকেস থেকে আংটি রাখার দুটি ট্রে বের করেন এবং সঙ্গে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভেতরে নিয়ে যান। ট্রে দুটি গায়েব করার পর আংটি ও কানের দুল পছন্দ না হওয়ার অজুহাতে দোকান ত্যাগ করে চোর চক্রটি। 

দুটি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরিরও বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়। যদি কেউ তাঁদের শনাক্ত করতে পারে তাঁদের পুরস্কৃত করবেন বলেও জানান দোকানমালিক। 

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলারি দোকানে স্বর্ণের চেইন চুরির সময় চোর চক্রকে আটক করা হয়। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’

ঈদ উপলক্ষে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশের এই কর্মকর্তা।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু