হোম > অপরাধ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার ঘুমধুমের সীমান্ত গ্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তি ঘুমধুম পশ্চিম পাড়ার আবদুল মালেক (৪৮) নামের এক ব্যবসায়ী। তাঁর বাবার নাম আবদুস সালাম। 

স্থানীয়রা বলেন, সীমান্তের ঘুমধুমের পশ্চিমপাড়া, বেতবুনিয়া ও নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি–ফুলতলি পয়েন্টে ইয়াবার পাচার বেড়েছে। 

থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, আজ বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব–১৫ এর সদস্যরা ঘুমধুমের সীমান্ত গ্রামের ব্যবসায়ী আবদুল মালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় খাটের নিচে লুকিয়ে থাকা ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল মালেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

টানটু সাহা আরও জানান, ‘গত রোববার, সোমবার ও বৃহস্পতিবার এ তিন দিনে র‍্যাব–১৫ ও ১১ বিজিবির সদস্যরা মোট ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যেখানে র‍্যাব–১৫ জব্দ করেছে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা এবং ১১ বিজিবি জব্দ করে ১৯ হাজার ৪২ পিস ইয়াবা। এ তিন অভিযানে গ্রেপ্তার করা হয় তিনজনকে। যাদের মধ্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল মেম্বারও রয়েছে। এর আগে রোববার র‍্যাব–১৫ ঘুমধুমের বেতবুনিয়া থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল