হোম > অপরাধ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার ঘুমধুমের সীমান্ত গ্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তি ঘুমধুম পশ্চিম পাড়ার আবদুল মালেক (৪৮) নামের এক ব্যবসায়ী। তাঁর বাবার নাম আবদুস সালাম। 

স্থানীয়রা বলেন, সীমান্তের ঘুমধুমের পশ্চিমপাড়া, বেতবুনিয়া ও নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি–ফুলতলি পয়েন্টে ইয়াবার পাচার বেড়েছে। 

থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, আজ বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাব–১৫ এর সদস্যরা ঘুমধুমের সীমান্ত গ্রামের ব্যবসায়ী আবদুল মালেকের বাড়িতে অভিযান চালায়। এ সময় খাটের নিচে লুকিয়ে থাকা ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল মালেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

টানটু সাহা আরও জানান, ‘গত রোববার, সোমবার ও বৃহস্পতিবার এ তিন দিনে র‍্যাব–১৫ ও ১১ বিজিবির সদস্যরা মোট ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যেখানে র‍্যাব–১৫ জব্দ করেছে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা এবং ১১ বিজিবি জব্দ করে ১৯ হাজার ৪২ পিস ইয়াবা। এ তিন অভিযানে গ্রেপ্তার করা হয় তিনজনকে। যাদের মধ্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল মেম্বারও রয়েছে। এর আগে রোববার র‍্যাব–১৫ ঘুমধুমের বেতবুনিয়া থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু