হোম > অপরাধ > চট্টগ্রাম

খেজুরের ঘোষণা দিয়ে এলো কোটি টাকার সিগারেট, চালান আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

খেজুর ঘোষণা দিয়ে আনা একটি কন্টেইনার খুলে তাতে ৫৫ লাখ ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার নগরের ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালে চালানটি খুলে তাতে এসব সিগারেট পাওয়া যায়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। 

আজ সোমবার কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. শরফুদ্দিন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। 

মো. শরফুদ্দিন মিঞা বলেন, চালানটির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান ৭ কোটি ১১ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা চালিয়েছিল। এ ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

কাস্টমস হাউস সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালি থানা এলাকায় জুবিলি রোডের কাদের টাওয়ারের সূচনা ইন্টারন্যাশনাল চালানটি আমদানি করে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর থেকে গত ২৭ ডিসেম্বর চালানটি জাহাজীকরণ হয়, ৩০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানির দীর্ঘদিন পরও কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল না করায় কায়িক পরীক্ষার লক্ষ্যে রোববার কনটেইনারটি ফোর্স কিপডাউনের জন্য ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনালস লিমিটেডকে চিঠি দেওয়া হয়। 

ওই দিন ডিপোর ভেতরে কনটেইনার খুলে কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম চালানটি পরীক্ষা করে। এ সময় কনটেইনারের ২ হাজার ৭৭২টি কার্টনের মধ্যে ১ হাজার ৯৮৩টি কার্টনে ওপরে খেজুর এবং ভেতরে মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। ৭৮৯টি কার্টনে ছিল শুধু খেজুর। যার ওজন ১১ হাজার ৮৫৬ কেজি। মধ্যে ১ হাজার ৯৮৩টি কার্টনে মন্ড ব্র্যান্ডের ৫৫ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা সিগারেট পাওয়া যায়। 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড