হোম > অপরাধ > চট্টগ্রাম

শাহ আমানতে বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিটের নিচ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে। 

আজ শনিবার চট্টগ্রাম বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব স্বর্ণ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা। 

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রামের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান জানান, ওই ফ্লাইটের ১৯-এ, ১৮-বি, ১৭-বি ও ১১-ই আসনের লাইফ জ্যাকেটের মধ্যে কৌশলে সোনার গয়নাগুলো লুকিয়ে রাখা ছিল। তল্লাশিতে ৬৯টি চুড়ি, ১১টি চেইন,৩টি লকেট ও ২টি রিং পাওয়া গেছে। 

আজ সকাল ৮টা ৭ মিনিটে গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে যৌথ দল এই অভিযান পরিচালনা করে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। 

রাজস্ব কর্মকর্তা আল আমিন জানান, যেসব আসনের নিচ থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে, সেগুলোতে কোনো যাত্রী ছিলেন না। পরিত্যক্ত অবস্থায় সোনা উদ্ধারের এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ