হোম > অপরাধ > চট্টগ্রাম

শাহ আমানতে বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিটের নিচ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে। 

আজ শনিবার চট্টগ্রাম বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব স্বর্ণ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা। 

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রামের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান জানান, ওই ফ্লাইটের ১৯-এ, ১৮-বি, ১৭-বি ও ১১-ই আসনের লাইফ জ্যাকেটের মধ্যে কৌশলে সোনার গয়নাগুলো লুকিয়ে রাখা ছিল। তল্লাশিতে ৬৯টি চুড়ি, ১১টি চেইন,৩টি লকেট ও ২টি রিং পাওয়া গেছে। 

আজ সকাল ৮টা ৭ মিনিটে গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে যৌথ দল এই অভিযান পরিচালনা করে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। 

রাজস্ব কর্মকর্তা আল আমিন জানান, যেসব আসনের নিচ থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে, সেগুলোতে কোনো যাত্রী ছিলেন না। পরিত্যক্ত অবস্থায় সোনা উদ্ধারের এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত