হোম > অপরাধ > চট্টগ্রাম

লাকসামে শ্রমিককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কাজ করার সময় কথা-কাটাকাটি নিয়ে কুমিল্লার লাকসামে মনির হোসেন (৩৫) নামের এক স মিল শ্রমিককে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আরেক শ্রমিককে স্থানীয়রা আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। 

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার খিলা উত্তর বাজারে এই ঘটনা ঘটেছে। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ওই স মিল শ্রমিকের নাম মনির হোসেন (৩৫)। তিনি পাশের নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের মৃত হাবিব উল্লার ছেলে। মনির এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। 

অন্যদিকে অভিযুক্ত মাইনুদ্দিন লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খিলা বাজারটির দক্ষিণ অংশ পড়েছে মনোহরগঞ্জ উপজেলায়। আর উত্তর অংশ পড়েছে লাকসাম উপজেলার সীমান্তে। বাজারের উত্তর অংশে একটি স মিলের মিস্ত্রি হিসেবে কাজ করতেন নিহত মনির হোসেন। আর অভিযুক্ত মাইনুদ্দিন ছিলেন ওই স মিলের সহযোগী মিস্ত্রি। 

মঙ্গলবার সকালে স মিলে কাজ করার সময় একটি মোবাইল ফোন নিয়ে মনিরের সঙ্গে মাইনুদ্দিনের কথা-কাটাকাটি হয়। এতে মাইনুদ্দিন ক্ষিপ্ত হয়ে যান। দুপুরের মনির হোসেন পাশের একটি হোটেলে খাবার খেতে যায়। ভাত খাওয়া শেষে বের হওয়ার সময় হোটেলের রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে মনিরের গলায়সহ বিভিন্ন স্থানে কোপ দেন মাইনুদ্দিন। এতে মাটিতে লুটিয়ে পড়েন মনির। অতিরিক্ত রক্তক্ষরণে মুহূর্তেই মৃত্যু হয় তাঁর। 

মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-আমিন ভূঁইয়া বলেন, ‘ঘটনার পর লাকসাম ও মনোহরগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। এরপর তারা নিশ্চিত হয় ঘটনাস্থল লাকসাম উপজেলার অংশে পড়েছে। পরে লাকসাম থানা-পুলিশ মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমরা হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটি তদন্ত করে দেখছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’ 

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ