হোম > অপরাধ > চট্টগ্রাম

জমির বিরোধে ঘুষি মেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির চলাচলের রাস্তার জায়গা নিয়ে কথাকাটাকাটির জেরে এক ব্যক্তিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। মিরসরাই থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

জানা গেছে, আজ শনিবার সকালে উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড করুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কাশেম (৫৬)। তিনি ওই এলাকার মৃত ঘোড়া মিয়ার ছেলে। ৯৯৯ জরুরি নম্বরে খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সড়কের দুইপাশে আবুল কাশেম ও মাস্টার শেখ আহমেদের জমি। সড়কটি উন্নয়নের কাজ চলছে। মাস্টার শেখ আহমদ তাঁর অংশের রাস্তার নতুন মাটি আবুল কাশেমের অংশে সরিয়ে দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শেখ আহমদ ও তাঁর ছেলে মো. পরানের সঙ্গে ধাক্কাধাক্কি ও কিল ঘুষিতে আবুল কাশেম বুকে ব্যথা পান। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়ি নেওয়ার পথে মারা যান। 

হাইতকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। একপর্যায়ে হাতাহাতি হয়। এরপর ঘরে গিয়ে আবুল কাশেম স্ট্রোক করে মারা যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।’ 

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৭টায় ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের করুয়া গ্রাম থেকে আবুল কাশেমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঠোঁটের ওপর এবং পায়ের গোড়ালিতে হালকা আঁচড়ের দাগ পাওয়া গেছে।’ 

বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মাস্টার শেখ আহমেদকে আটক করেছে। তাঁর ছেলে পরান পলাতক। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু