হোম > অপরাধ > চট্টগ্রাম

সাতকানিয়ায় গুলিতে নিহতের ঘটনায় মামাতো ভাই গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অসাবধানতাবশত মামাতো ভাইয়ের গুলিতে ফুফাতো ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার এক মাস পর মামলার একমাত্র আসামি মামাতো ভাই সঞ্জয় চৌধুরীকে (৩৭) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের চুড়ামনি পাহাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জিজ্ঞাসাবাদে তাঁর বাড়ির উত্তরে স্টিলের ধানের গোলা থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থা থেকে ওই ঘটনায় ব্যবহৃত একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার সঞ্জয় উপজেলার দক্ষিণ কাঞ্চনা এলাকার অমল চৌধুরীর ছেলে। 

জানা যায়, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়িতে বেড়াতে যান পংকজ তালুকদার (৩৪)। তাঁর বাড়ি একই উপজেলার নলুয়া ইউনিয়নে। চলতি বছরের ৫ নভেম্বর রাতে মামার বাড়ির উঠানে পংকজসহ আত্মীয়স্বজনেরা বসে গল্প করছিলেন। এ সময় কোমরে থাকা অবৈধ অস্ত্রটি (এলজি) বের করে নাড়াচাড়া করছিলেন সঞ্জয়। এরপর অসাবধানতাবশত ওই অস্ত্র থেকে গুলি বের হয়ে পংকজের পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আত্মীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার পরদিন ১০ নভেম্বর পংকজের মা বাদী হয়ে সঞ্জয়কে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। 

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকেই সঞ্জয় দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন এবং মোবাইল ব্যবহারে বিরত ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে চুড়ামনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেখানো মতে, একটি দেশীয় তৈরি এলজি ও তিনটি কার্তুজের গুলি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু