হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে পথচারীকে ছুরি মেরে টাকা-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পথচারীকে ছুরি মেরের টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্তরা হলেন-মো. রাজু (২৪), আসিফুল ইসলাম (১৯) ও ইব্রাহীম খলিল রিয়াদ (২৯)। 

সিএমপি জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহাদত হুসেন রাসেল বলেন, আকবরশাহ থানাধীন নিউ মনসুরাবাদে একটি বাস কাউন্টারের সামনে মজিবুল হক নামে একজনকে ছুরি মেরে তাঁর কাছ থেকে নগদ ১ হাজার ৪০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। এ ঘটনায় আকবরশাহ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে পুলিশ আকবরশাহ এলাকার মমতা ক্লিনিকের গলি থেকে প্রথমে দুজনকে গ্রেপ্তার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী বাসা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত স্টিলের টিপ ছোরা ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। 

উপপুলিশ কমিশনার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজুর বিরুদ্ধে পাহাড়তলী ও আকবর শাহ থানায় দায়ের করা ৫টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী। এ ছাড়া আসিফুলের বিরুদ্ধে আকবরশাহ থানায় একটি মামলা রয়েছে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি. যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১