নোয়াখালীর সুবর্ণচর বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। আজ রোববার সকালে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চর লক্ষী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের চর লক্ষী গ্রামের কালু মিয়ার ছেলে ফারুক হোসেন।
চরজব্বার থানা ওসি মো. জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় দীর্ঘদিন পলাতক আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের চরক্লার্কে স্বামী অনুপস্থিতিতে ঘরে ঢুকে ধর্ষণ করেন। পরে নারীকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা করেন ওই ভুক্তভোগী নারী।