হোম > অপরাধ > চট্টগ্রাম

অপহরণের দুই মাসেও উদ্ধার হননি প্রবাসীর স্ত্রী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলের নোয়াখলা গ্রামের প্রবাসী সহেল রানার স্ত্রী রোজিনা আক্তার (২৫) অপহরণের দুই মাসেও উদ্ধার হননি। এ ব্যাপারে অপহৃতার মা শাহীন চাটখিল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ভুক্তভোগীর পরিবার গত ৯ সেপ্টেম্বর নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৭ নম্বর আমলি) আদালতে মামলার আবেদন করে।
 
মামলা সূত্রে জানা গেছে, রোজিনা আক্তারের সঙ্গে উপজেলার শ্রীনগর গ্রামের ছায়েদুর রহমানের বাড়ির মীর কাশেম কাজলের মেয়ে জান্নাতুল ফাতেমার (৩০) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ফাতেমা দীর্ঘদিন ধরে রোজিনাকে বিভিন্ন অনৈতিক কাজের উৎসাহ ও কুপরামর্শ দেন। বিষয়টি রোজিনা তাঁর পরিবারকে জানালে ফাতেমার সঙ্গে যোগাযোগ করতে মানা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ফাতেমা ও তাঁর মা মোছনা বেগম (৫০) এবং তৃপ্তি আক্তার (২৬) গত ২ সেপ্টেম্বর রোজিনাকে অপহরণ করেন। রোজিনার পরিবার অপহরণকারীদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। 

রোজিনার মা দাবি করে বলেন, `আমার মেয়ে রোজিনাকে অজ্ঞাত কোনো স্থানে আটকে রেখে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত করতে বাধ্য করছেন তাঁরা।' 
 
এ ঘটনায় রোজিনার মা আদালতে মামলা করলে তা আমলে নিয়ে গত ৯ সেপ্টেম্বর চাটখিল থানার পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অনুযায়ী দৃশ্যমান ব্যবস্থা নেয়নি পুলিশ। তাই কেন অপহৃতাকে উদ্ধার করা হয়নি, সে সম্পর্কে গত মঙ্গলবার চাটখিল থানার ওসিকে কারণ দর্শানোর জন্য আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
চাটখিল থানার ওসি মো. আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, `এ বিষয়ে আমি আদালত থেকে কোনো নির্দেশ এখনো পাইনি।'

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু