হোম > অপরাধ > চট্টগ্রাম

অপহরণের দুই মাসেও উদ্ধার হননি প্রবাসীর স্ত্রী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলের নোয়াখলা গ্রামের প্রবাসী সহেল রানার স্ত্রী রোজিনা আক্তার (২৫) অপহরণের দুই মাসেও উদ্ধার হননি। এ ব্যাপারে অপহৃতার মা শাহীন চাটখিল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ভুক্তভোগীর পরিবার গত ৯ সেপ্টেম্বর নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৭ নম্বর আমলি) আদালতে মামলার আবেদন করে।
 
মামলা সূত্রে জানা গেছে, রোজিনা আক্তারের সঙ্গে উপজেলার শ্রীনগর গ্রামের ছায়েদুর রহমানের বাড়ির মীর কাশেম কাজলের মেয়ে জান্নাতুল ফাতেমার (৩০) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ফাতেমা দীর্ঘদিন ধরে রোজিনাকে বিভিন্ন অনৈতিক কাজের উৎসাহ ও কুপরামর্শ দেন। বিষয়টি রোজিনা তাঁর পরিবারকে জানালে ফাতেমার সঙ্গে যোগাযোগ করতে মানা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ফাতেমা ও তাঁর মা মোছনা বেগম (৫০) এবং তৃপ্তি আক্তার (২৬) গত ২ সেপ্টেম্বর রোজিনাকে অপহরণ করেন। রোজিনার পরিবার অপহরণকারীদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। 

রোজিনার মা দাবি করে বলেন, `আমার মেয়ে রোজিনাকে অজ্ঞাত কোনো স্থানে আটকে রেখে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত করতে বাধ্য করছেন তাঁরা।' 
 
এ ঘটনায় রোজিনার মা আদালতে মামলা করলে তা আমলে নিয়ে গত ৯ সেপ্টেম্বর চাটখিল থানার পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অনুযায়ী দৃশ্যমান ব্যবস্থা নেয়নি পুলিশ। তাই কেন অপহৃতাকে উদ্ধার করা হয়নি, সে সম্পর্কে গত মঙ্গলবার চাটখিল থানার ওসিকে কারণ দর্শানোর জন্য আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
চাটখিল থানার ওসি মো. আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, `এ বিষয়ে আমি আদালত থেকে কোনো নির্দেশ এখনো পাইনি।'

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ