হোম > অপরাধ > চট্টগ্রাম

বান্দরবানে অস্ত্র মামলায় একজনের ১৫ বছরের কারাদণ্ড 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অস্ত্র মামলায় সাচিং মং মারমাকে (৩৫) ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফের আদালত থেকে এ আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সাচিং মং মারমা রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া রাবার বাগান এলাকার বাসিন্দা। তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। 

আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩ জুলাই বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চাকমাপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল দল দেখে পালানোর সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তাঁদের স্বীকারোক্তি মোতাবেক সদর উপজেলার গুংরু আগাপাড়া এলাকায় সেগুন বাগান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়। 

অস্ত্রগুলো হল- ২টি চাইনিজ রাইফেল, ৭ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি, ৪ রাউন্ড মিসফায়ার্ড গুলি, ৯৫ রাউন্ড এমএম রাইফেলের তাজা গুলি, ২৫ রাউন্ড মিস ফায়ার্ড গুলি, ২ সেট সেনাবাহিনীর আদলে জলপাই রঙের পোষাক, ২ সেট গুলি-ম্যাগাজিন বাউন্ডুলারসহ বিভিন্ন সরঞ্জাম। এ ঘটনায় অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তারকৃত দুই আসামীকে পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনীর লোকজন।  

গ্রেপ্তারকৃতরা হলেন-সাচিং মং মারমা এবং নেউ মারমা। তাঁদের মধ্যে সাচিং মং মারমা বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, খুন ইত্যাদি অভিযোগে ৫টি মামলা চলমান রয়েছে। অপর আসামী নেউ মারমা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাঁর বিরুদ্ধে শিশু অপরাধ আইনে মামলা চলমান রয়েছে। 

বান্দরবান আদালতের অ্যাডভোকেট মো. ইকবাল করিম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাচিং মং মারমার পক্ষে কোনো আইনজীবী না থাকায় সরকারিভাবে লিগ্যাল এইড থেকে আমাকে (অ্যাডভোকেট ইকবাল) নিয়োজিত করা হয়। অস্ত্র আইনে বিশেষ ট্রাইবুনাল মামলা নং ২০ / ২০১১ এর মূল আসামী সাচিং মং মারমাকে বিভিন্ন তথ্য প্রমাণ, স্বাক্ষী এবং আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফের আদালত আজ ১৫ বছরের সশস্ত্র কারাদণ্ডের আদেশ দেয়। আদালতের নির্দেশে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপন কুমার দাস এবং জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বেদারুল আলম বলেন, অস্ত্র আইনে গ্রেপ্তার হওয়া সাচিং মং মারমাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালের ৩ জুলাই অস্ত্র-গোলাবারুদসহ নিরাপত্তা বাহিনী ২ জনকে গ্রেপ্তার করেছিল। অপর আসামী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে শিশু অপরাধ আইনে মামলা চলমান রয়েছে। 

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী