হোম > অপরাধ > চট্টগ্রাম

পাহাড়ি ঝরনায় ৯ শিক্ষার্থী অপহরণ, সর্বস্ব দিয়ে মিলেছে মুক্তি

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে তিন কলেজের ৯ জন ছাত্রকে অপহরণের এক ঘণ্টার পর ছেড়ে দিয়েছে রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা। এসময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার স্বপ্নপুরি পাহাড়ি ঝরনায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে টেকনাফ সরকারি কলেজ, উখিয়া ডিগ্রি কলেজ ও কক্সবাজার সিটি কলেজের মোট ১২ জন ছাত্র স্বপ্নপুরি পাহাড়ি ঝরনায় ভ্রমণ করতে যায়। এরা হলেন মিজানুর রহমান, আমির হোসেন, কিরণ শর্মা, ছিদ্দিক আহমদ, হামিদ হোসেন, মো. আনোয়ার, হেলাল উদ্দিন, রিয়াজ, শাহেদ, মনিরুল মোস্তফা শাহাজাদা, কবির আহমদ ও মো. অয়ুব। ঝরনায় গোসলের একপর্যায়ে ৫ থেকে ৭ জনের সশস্ত্র ডাকাত দল তাঁদের ঘিরে ফেলে। এসময় তিন ছাত্র ডাকাতের জিম্মা থেকে পালিয়ে আসলেও ৯ ছাত্রকে অস্ত্রের মুখে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সেখানে ছাত্রদের মারধর করে নগদ ১০ হাজার টাকা ও ৬টি মুঠোফোনসহ সব ছিনিয়ে নেয়।

পালিয়ে আসা তিনজনের মধ্যে কক্সবাজার সিটি কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘আমিসহ কলেজ বন্ধুদের সঙ্গে পাহাড়ি স্বপ্নপুরি ঝরনায় বেড়াতে যায়। সেখানে হঠাৎ অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা তাঁদের ঘিরে ফেলে। এ সময় তাঁরা তিনজন পালিয়ে আসতে সক্ষম হয়। পরে তাঁরা বিষয়টি তাঁদের অভিভাবকদের জানালে তাঁরা জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে। এক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেয় ডাকাতরা।’

ফিরে আসা উখিয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মনিরুল মোস্তফা শাহজাদা বলেন, মুখোশধারী ডাকাতদল বেশ কয়েকজন মারধর করেছে। সেই সঙ্গে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাঁদের হাতে লম্বা কিরিচ ছিল।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘স্থানীয় ও রোহিঙ্গা ডাকাতরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে।’

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘ঝরনায় অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। সেই সঙ্গে ছাত্রদের সঙ্গে কথা বলেছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।’

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের