হোম > অপরাধ > চট্টগ্রাম

এক অটোরিকশা চালকের ঘুষিতে প্রাণ গেল অপরজনের  

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় অটোরিকশাচালক অলিউল্লাহর ঘুষিতে ছফিউল্লাহ ছবু (৪৫) নামে অপর এক চালক মারা গেছেন। গতকাল রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারে এ ঘটনা ঘটে।

মৃত ছফিউল্লাহ ছবু ওই ইউনিয়নের মেহার গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। অপর চালক অলিউল্লাহ একই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা।

মৃতের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, ‘কয়েক দিন আগে আমার স্বামী বাড়ির পাশের কাঁচা রাস্তায় অটোরিকশা রাখায় অলিউল্লাহ তাঁর সঙ্গে ঝগড়া করেন। এরই জেরে গতকাল সন্ধ্যায় আমার স্বামী বদরপুর বাজারে গেলে অলিউল্লাহ তাঁকে আবার মারধর করেন। আহতাবস্থায় আমার স্বামীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল মাহমুদ পিয়াস বলেন, ‘ছফিউল্লাহ নামে ওই রোগীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ বিষয়ে আমরা থানায় অবহিত করেছি।’ 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, মোবাইলে মৃত্যুর বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারী পরিবারের সকলকে নিয়ে আত্মগোপনে থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, মৃতের পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল