হোম > অপরাধ > চট্টগ্রাম

এক অটোরিকশা চালকের ঘুষিতে প্রাণ গেল অপরজনের  

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় অটোরিকশাচালক অলিউল্লাহর ঘুষিতে ছফিউল্লাহ ছবু (৪৫) নামে অপর এক চালক মারা গেছেন। গতকাল রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারে এ ঘটনা ঘটে।

মৃত ছফিউল্লাহ ছবু ওই ইউনিয়নের মেহার গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। অপর চালক অলিউল্লাহ একই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা।

মৃতের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, ‘কয়েক দিন আগে আমার স্বামী বাড়ির পাশের কাঁচা রাস্তায় অটোরিকশা রাখায় অলিউল্লাহ তাঁর সঙ্গে ঝগড়া করেন। এরই জেরে গতকাল সন্ধ্যায় আমার স্বামী বদরপুর বাজারে গেলে অলিউল্লাহ তাঁকে আবার মারধর করেন। আহতাবস্থায় আমার স্বামীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল মাহমুদ পিয়াস বলেন, ‘ছফিউল্লাহ নামে ওই রোগীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ বিষয়ে আমরা থানায় অবহিত করেছি।’ 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, মোবাইলে মৃত্যুর বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারী পরিবারের সকলকে নিয়ে আত্মগোপনে থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, মৃতের পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ